প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখা সীমান্তে ২৪ ঘন্টায় ২ দফা পুশইন : ১৬ জনকে পাঠালো ভারত

editor
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ণ
বড়লেখা সীমান্তে ২৪ ঘন্টায় ২ দফা পুশইন : ১৬ জনকে পাঠালো ভারত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বড়লেখার কুমারশাইল ও নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে শুক্রবার ও শনিবার দুদফায় ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। শনিবার ভোরে ১১ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এর আগে আটক ৫ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, কুমারশাইল সীমান্ত থেকে পুশইন করা ৫ বাংলাদেশিকে শুক্রবার সকালে আটক করে বিজিবি লাতু বিওপির সদস্যরা। তারা হলেন- মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার কামার খাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মো. মোরছালিন (২৫), কুলাউড়া উপজেলার শিকাড়িয়া গ্রামের রইছ আলীর ছেলে মো. সুমন আহমদ (২০), মরইছড়া গ্রামের নানু মিয়ার ছেলে মো. মন্টাই মিয়া (১৯), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের ফিরোজ আহমদের মেয়ে রিতু আহমেদ (৩৬) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. রুহুল আমিন (২২)।

Manual6 Ad Code

অন্যদিকে শনিবার ভোরে নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সন্দেহজনক অবস্থানের কারণে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

Manual5 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, শুক্রবার আটক ৫ জনের দেওয়া তথ্য অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়ায় পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার আটক ১১ জনের তথ্য যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার বিকালে জিডি মূলে বিজিবির থানায় সোপর্দ ৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code