প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাহানার কাঞ্চন স্মৃতি পদক পেল নিসচা বড়লেখা শাখা

editor
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ণ
জাহানার কাঞ্চন স্মৃতি পদক পেল নিসচা বড়লেখা শাখা

Manual4 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
প্রথমবারের মতো জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শৃঙ্খলা ও সংস্কার প্রণয়নে ও সামাজিক-স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় নিসচা বড়লেখা উপজেলা শাখাকে এই পদক দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত এক অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও দপ্তর সম্পাদক এনাম উদ্দিন পদকটি গ্রহণ করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক লিটন এরশাদের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য’র সাংগঠনিক সম্পাদক সাকিব আজাদ, নিসচার কেন্দ্রীয় মহাসচিব এস.এম আজাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ূম খান ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনারোধে ও সামাজিক-মানবিক এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২০২২ ও ২০২৪ সালে টানা দ্বিতীয় বারের মতো জাতীয়ভাবে দেশসেরা সংগঠনের স্মীকৃতি অর্জন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code