প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজার পৌর কার্যালয়ে অভিযান চালাবে দুদক

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৩:১২ অপরাহ্ণ
বিয়ানীবাজার পৌর কার্যালয়ে অভিযান চালাবে দুদক

 

স্টাফ রিপোর্টার:

 

পৌরসভা এলাকার মন্ত্রী অথবা প্রভাবশালী এমপি ছিলেন, প্রাথমিকভাবে এমন ২০টি পৌরসভায় অভিযান চালাবে দূর্নীতি দমন কমিশন (দুদক)। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে বিয়ানীবাজার পৌরসভায় অভিযান চালাবে দূর্নীতি বিরোধী এই প্রতিষ্টানটি। দুদক’র নেয়া ২০টি পৌরসভার মধ্যে সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সুনামগঞ্জের সদর, হবিগঞ্জ সদর ও মৌলভীবাজার সদর পৌরসভার নাম রয়েছে।

 

দুদক-এর কেন্দ্রীয় কার্যালয় পূণর্গঠন অর্থাৎ চেয়ারম্যান, কমিশনার নিয়োগের পরই এ অভিযান শুরু হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে পৌরসভা কার্যালয়ে সরজমিন অনুসন্ধান ও গণশুনানী অনুষ্টানের মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে সূত্র জানায়।

জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার উন্নয়ন ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় অনিয়ম ও দূর্নীতির লিখিত অভিযোগ দুদক কার্যালয়ে জমা দেয়া হয়। দুদকের টিম প্রকৌশল শাখার মাধ্যমে নির্মিত রাস্তা-ঘাট, পিআইও শাখার প্রকল্প সমূহসহ ২১টি প্রকল্প পরিদর্শন করবে। এতে মেয়র-কাউন্সিলারদের মাধ্যমে সমাপ্ত হওয়া প্রকল্প সরজমিন পরিদর্শণ করা হবে। এছাড়া আর্থিক অনিয়ম, মশা নিধন ও পরিচ্ছন্নতা বাজেট, উন্নয়ন প্রকল্পে রাজনৈতিক বিবেচনাসহ জনগুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।

 

 

এ বিষয়ে বিয়ানীবাজার পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা নিকুঞ্জ ব্যানার্জি বলেন, আমরা সব কিছু স্বচ্ছ ভাবে করছি, কোন অনিয়ম বা দূর্নীতি হয়নি। সব জায়গাতেই কিছু খারাপ লোক থাকে, তারাই হয়তো দুদকে অভিযোগ দিয়েছে।

Sharing is caring!