প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচন: বিয়ানীবাজার-গোলাপগঞ্জে হিসাব পাল্টে দেবে নারী ও তরুণরা

editor
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
সংসদ নির্বাচন: বিয়ানীবাজার-গোলাপগঞ্জে হিসাব পাল্টে দেবে নারী ও তরুণরা

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনি প্ল্যাটফর্ম ছেড়ে ভোটের সেই মাহেন্দ্রক্ষণের দিকে ছুটে চলছে ভোটের ট্রেন। ভোটগ্রহণের নানা প্রস্তুতিসহ মাঠ পর্যায়ে নানা দিকনির্দেশনা জারি রেখেছে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের স্থানীয় প্রশাসন। অন্যদিকে দলীয় মনোনয়ন প্রাপ্তির পর ভোটারদের কাছে টানতে অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই প্রচার কার্যক্রম শুরু করেছেন প্রতিদ্বন্ধিতায় আগ্রহী প্রার্থীরা। যদিও পুরোনো সব নিয়ম ভেঙে এবার জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে সিলেট-৬ আসনের তরুণ ও নারী ভোটাররা। ভোটার তালিকায় এবার বিপুলসংখ্যক নারী ও তরুণ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে।

আসন্ন নির্বাচন উপলক্ষে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ভোটার বেড়েছে ১৬ হাজার ৭০০ জন। খসড়া ভোটার তালিকার প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৮ হাজার ২০৮ জন এবং নারী ভোটার দুই লাখ ৪১ হাজার ২৪১ জন। এই আসনেও তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল চার লাখ ৭২ হাজার ৭৪৯ জন।

Manual5 Ad Code

সূত্র জানায়, সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে তরুণ ও নারী ভোটাররা ঠিক করবে এখান থেকে কাকে সংসদে পাঠাবে। কারণ আগের নির্বাচনগুলোতে তরুণ ভোটার কম ছিল। এবার ভোটের আগে একাধিকবার হালনাগাদ করায় তরুণ ভোটারের সংখ্যা বেড়েছে। এ ছাড়া নারী ভোটার পুরুষের সমান হয়েছে।

 

গত বছরের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কঠিন সময়ে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের হাজারো তরুণ সিলেট নগরীতে আন্দোলনে অংশ নেয়। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত: ৮জন। তখনকার আন্দোলনের মূল নেতৃত্বে ছিল তরুণরা। সিলেট-৬ আসনে প্রতিদ্বন্ধি দলগুলোর ফোকাসও থাকবে বিপুলসংখ্যক এই তরুণদের দিকে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভোট নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে।

আগামী সংসদ নির্বাচনে প্রথম ভোট দেবেন বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মো. নাসির হোসেন। তিনি বলেন, জীবনের প্রথম সবকিছুর অভিজ্ঞতা অন্যরকম। প্রথমবার ভোট দেওয়ার অপেক্ষায় আছি। নতুন এক অভিজ্ঞতা অর্জনের তীব্র উত্তেজনা কাজ করছে। দল নয় প্রথম ভোট যোগ্য ব্যক্তি দেখে দেব। যার হাতে দেশ নিরাপদ এবং জুলাই আন্দোলনের উদ্দেশ্য হাসিল হবে। নওরীন নামের এক শিক্ষার্থী বলেন, তরুণ ভোটার হিসেবে আমি খুবই উচ্ছ্বসিত। তরুণ প্রজন্ম ও দেশের জন্য যে দল ভালো কাজ করবে আমরা তাকে ভোট দেব।

Manual7 Ad Code

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী শবনম পারভিন বলেন, প্রথমবার ভোটার হয়েছি। আমি আমার গণতান্ত্রিক অধিকারের বহিঃপ্রকাশ ঘটাতে চাই। আমার ভোট আমি দিতে চাই, কেন্দ্রে গিয়ে যেন না দেখি যে আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের বিষয়ে সুজন বিয়ানীবাজারের সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন বলেন, জুলাই-আগস্টে তরুণরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস গড়েছেন। এখন আর আগের মতো ভোট হবে না। তরুণরাই হবেন আগামীর বাংলাদেশ পরিচালনার মূল চাবিকাঠি।

Manual5 Ad Code

এদিকে নারী ও তরুণ ভোটারদের মনোযোগ আকর্ষন করতে বেশ তৎপর বিএনপির প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের হাফিজ ফখরুল ইসলাম, গণঅধিকারের জাহিদুর রহমান ও এনসিপির সম্ভাব্য প্রার্থী শাহরিয়ার ইমন সানি।

আসন্ন ভোট নিয়ে জানতে চাইলে বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ রুকন উদ্দিন বলেন, জেন-জি এবারের নির্বাচনে ইতিহাস গড়বে। সব ইতিহাস তারা এবার পাল্টে দিবে। সিলেট-৬ আসনেও নারী-তরুণ ভোটাররা যোগ্য প্রার্থীকে বাছাই করবেন।

Manual1 Ad Code

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমদ জানান, নারী ও তরুণ ভোটারকে টার্গেট করে আমরা এগিয়ে যাচ্ছি। তাদের মন জয় করতে জাতীয়বাদী পরিবার কাজ করছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code