প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকায় বাংলাদেশ-তুরস্কের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ

editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ণ
ঢাকায় বাংলাদেশ-তুরস্কের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
পাঁচ বছর বিরতির পর আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানি‌য়ে‌ছেন, চতুর্থ দফায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। অন্যদিকে, তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি।

Manual3 Ad Code

সংশ্লিষ্টরা বলছেন, এফও‌সি‌তে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। আলোচনায় ব‌্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে।

Manual6 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছেন। এতে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষ‌য়ে আলোচনা হবে।

Manual8 Ad Code

এফওসি‌র পর তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code