প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৬ হিজরি

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ণ
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ইবির শিক্ষার্থীরা কুয়েটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে কুয়েটে ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, সন্ত্রাসীরা কুয়েটে যে সন্ত্রাসী হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আন্দোলনে ছাত্রলীগ এভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করায় আমরা তাদেরকে সন্ত্রাসী বলেছি। এখন যদি সন্ত্রাসীরা ছাত্রদলের সঙ্গে জড়িত থাকে তাদেরকেও সন্ত্রাসী বলতে কোনো আপত্তি নেই।

Sharing is caring!