জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’, ‘নাইট রাইডার’ অভিনেত্রী পামেলা বাখ মারা গেছেন। বুধবার (৫ মার্চ) হলিউড হিলের বাসভবন থেকে ৬২ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় চিকিৎসকের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের বন্দুকের গুলিতেই মারা গেছেন তিনি। পামেলা বাখ হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
টিভি সিরিজ ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফ আর পামেলার প্রথম আলাপ। তারা এই সিরিজে প্রথম পর্দা ভাগ করেছিলেন। অভিনয় সূত্রেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৮৯ সালে বিয়ে করেন তারা। ২০০৬ সালে দীর্ঘ দাম্পত্যের ইতি টানেন যুগল।