প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নেভি ব্লু ড্রেসে জয়ার মুগ্ধতা

editor
প্রকাশিত মে ২৬, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
নেভি ব্লু ড্রেসে জয়ার মুগ্ধতা

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান; কয়েক দশক ধরে অভিনয়ের সাবলীলতায় দর্শকের মন কেড়ে যাচ্ছেন। তবে শুধু অভিনয়েই নয় সামাজিক মাধ্যমে ভক্তদের মন কাড়ছেন এই অভিনেত্রী নিয়মিতই।

 

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। ছবিতে দেখা যায়, নেভি ব্লু রঙের হাই-নেক সাটিনের একটি ড্রেস পরে রয়েছেন তিনি। এ সময় জয়ার চেহারায় ফুটে ওঠে মুগ্ধতা, আর ভঙ্গিমায় দেখা যায় আত্মবিশ্বাস।

Manual2 Ad Code

বলা বাহুল্য, এই ফটোসেশনে জয়ার রূপের শৈল্পিকতা যেমন ফুটে উঠেছে, পাশাপাশি নিজের ভেতরের ভাবনা প্রকাশ করেছেন সুন্দরভাবেই। তাইতো ক্যাপশনে লিখেছেন, ‘তোমার দেওয়া পাহাড়ের মাইল মাইল পথও আমার পিপাসা মেটাতে পারে না; আমি তো সমুদ্র চাই’।

 

জয়ার এই ক্যাপশনে তার মনের চাওয়া ও প্রাপ্তি ও বোঝা গেল। ভক্তরাও তাতে সাড়া দিয়েছেন দারুণভাবে। একজন লিখেছেন, ‘আমি যখন তোমার সমুদ্রে ডুবে যাব তখন অবাক হইও না।’ আরেকজন লিখেছেন, ‘আর বিনিময়ে, আমি তোমাকে তারায় ভরা আকাশ এনে দেব – কারণ তোমার আত্মা সমুদ্রের শান্তি এবং পাহাড়ের মহিমা উভয়েরই যোগ্য।’

Manual2 Ad Code

 

বর্তমানে জয়া ব্যস্ত রয়েছেন আসছে ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘তাণ্ডব’-এর কাজ নিয়ে। ছবিটি পরিচালনা করছেন রাহহান রাফী, আর মুখ্য চরিত্রে থাকবেন শাকিব খান। ডাবিং-এর জন্য সম্প্রতি টিম নিয়ে কলকাতায় গেছেন জয়া। কাজ শেষে দেশে ফিরে আসবেন শিগগিরই।

জয়ার এমন সৃজনশীল উপস্থিতি, অভিনয়ের সাবলীলতা আর সৌন্দর্য বারবার প্রমাণ করে— কেন তিনি দুই বাংলার দর্শকের প্রিয়।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code