প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যেভাবে শাশুড়ি হয়েছেন শ্রাবন্তী

editor
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ০১:০৬ অপরাহ্ণ
যেভাবে শাশুড়ি হয়েছেন শ্রাবন্তী

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক”:
ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়েই পথ চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে জীবনের যে কোনো কঠিন সময়েও তার সবচেয়ে বড় ভরসা হয়ে থেকেছে একমাত্র ছেলে ঝিনুক। ছোট বয়সেই ছেলেকে জন্ম দিয়েছেন শ্রাবন্তী, তাই একসঙ্গেই যেন বড় হয়ে উঠেছেন মা-ছেলে। ঝিনুককে বরাবরই নিজের সাপোর্ট সিস্টেম হিসেবে দেখেন অভিনেত্রী।

২০২৫ সালটি শ্রাবন্তীর জন্য বেশ তাৎপর্যপূর্ণ। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে তার। এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘আড়ি’, ‘আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য’, আর সামনে দুর্গাপূজায় মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেবী চৌধুরানী’। এই ছবিটি বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করবে আরও দুটি বড় বাজেটের চলচ্চিত্রের সঙ্গে- শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ এবং অভিনেতা দেবের ‘রঘু ডাকাত’। ‘আমার বস’ সিনেমায় শিবপ্রসাদের সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী আর দেবের সঙ্গে তাঁর বহু জনপ্রিয় জুটি রয়েছে আগেও।

Manual6 Ad Code

তবে প্রতিযোগিতা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন অভিনেত্রী। বরং নিজের ছবির সাফল্য নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। বলেন, “সবাই নিজের কাজের মাধ্যমেই নিজের জায়গা করে নেয়। এসব নিয়ে ভাবার কিছু নেই।”

টলিউডে নায়িকাদের পারস্পরিক সম্পর্ক ও ‘ক্যাট ফাইট’ নিয়ে প্রশ্ন করা হলে শ্রাবন্তীর সহজ উত্তর, “নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ কী? সবার নিজস্ব লড়াই আছে, জায়গা তৈরি করতে হয় নিজের কাজ দিয়েই।”

Manual8 Ad Code

বেশ কয়েক দশক ধরেই টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে রয়েছেন শ্রাবন্তী। সৌন্দর্য ও অভিনয়ের সমন্বয়ে তিনি বাংলা চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। মূল চরিত্র হোক কিংবা আইটেম গানে পারফরম্যান্স- সব ক্ষেত্রেই দেখা যায় তাঁকে।

Manual3 Ad Code

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, ছেলের বিয়ে হলে তিনি কেমন শাশুড়ি হবেন? হেসে জবাব দেন, “আমি একদম টিপিক্যাল শাশুড়ি হবো না। আমি খুবই খোলা মনের মানুষ। আর আমার ছেলে ঝিনুক একদমই ‘মামাস বয়’ না, ও আমারই ছেলে!”

Manual6 Ad Code

তিনি আরও জানান, “আসলে আমি এখনই শাশুড়ি হয়ে গেছি। আমাদের একান্নবর্তী পরিবারে আমার বড় আপার ছেলের বিয়ে হয়ে গেছে, তাই আমিও একরকম শাশুড়ি।”

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code