তাসরিফ জানান, কাঙ্ক্ষিত সেই দিনটি ঘিরে ছিল জীবন–মরণের প্রশ্ন। যদি বিজয় না আসে, তাহলে ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। ‘আমি ৫ আগস্ট তিন ভাগে যে স্ট্যাটাস দিয়েছিলাম, সেই পোস্টই হতে পারত আমার মৃত্যুর কারণ। সেদিন স্বৈরাচারী সরকারের পতন না হলে, ৫ আগস্ট কাঙ্ক্ষিত বিজয় না এলে, নিশ্চিত মরতাম। সেটাই মনে হতো। তারা যেভাবেই হোক আমাকে খুঁজে বের করত। সরকারের লোকেরা আমার ওপর ভয়ংকরভাবে ক্ষিপ্ত ছিল। আজকের ৫ আগস্ট না এলে আমাদের বেঁচে থাকার পথ থাকত না। এগুলো ভাবলে এখনো ভয় লাগে।’
এই তরুণ গায়ক কথা বলার সময় যাচ্ছিলেন টাঙ্গাইলে কনসার্ট করতে। সবশেষে তিনি বলেন, ‘আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। প্রতিবাদ জানিয়েছি। আবার সেই সিস্টেম কখনো জাগ্রত হতে চাইলে আমরা সেটা নিয়েও সোচ্চার হব। ধরে নেব বিপ্লব শেষ হয় নাই। তখনো সাধারণ মানুষের পাশে থাকব।