প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পরীমনি আদালতে আত্মসমর্পণ করবেন আজ

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ণ
পরীমনি আদালতে আত্মসমর্পণ করবেন আজ

বিনোদন ডেস্ক:
আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আজ সোমবার আত্মসমর্পণ করবেন ঢালিউড অভিনেত্রী পরীমনি বলে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

রোববার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে পরীমনির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী সোহেল।

গ্রেফতারি পরোয়ানা জারি হলে পরীমনির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময় আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন এবং আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

Sharing is caring!