প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ক্যারিয়ারের চ্যালেঞ্জে মেধা শঙ্কর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ণ
ক্যারিয়ারের চ্যালেঞ্জে মেধা শঙ্কর

বিনোদন ডেস্ক :
বলিউডের আলোচিত অভিনেত্রী মেধা শঙ্কর তার দ্বিতীয় সিনেমার কাজ শুরু করেছেন। ২০২৩ সালে ‘টুয়েলফথ ফেল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। প্রথম সিনেমা দিয়েই আলোচনায় আসেন তিনি।

এবার লক্ষণ উতেকরের পরিচালনায় একটি নতুন কমেডি সিনেমায় অভিনয় করতে চলেছেন এই লাস্যময়ী অভিনেত্রী। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সানি কৌশল। রাজস্থানের বিকানেরে প্রায় দুই মাস ধরে চলছে সিনেমাটির শুটিং।

এই চলচ্চিত্রটি মেধার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করতে চলেছে বলে ধারণা করছেন সিনে-বিশ্লেষকরা। আগের সিনেমার তুলনায় এবার তিনি একেবারে নতুন ও আধুনিক চরিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রটিতে তার শহুরে লুক ও অভিনয়ের নতুন দিক দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

অভিনয়ের ক্যারিয়ার প্রসঙ্গে মেধা বলেন, প্রথম সিনেমা দিয়েই দর্শকদের ভালোবাসা পেয়েছি। দর্শকের এই ভালোবাসা আমার অভিনয় জীবনের সার্থকতা। নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছি, এটা আমার ক্যারিয়ার গঠনের চ্যালেঞ্জ। এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাব খুব শিগগিরই।’

সিনেমাটির মুক্তির তারিখ এখনো নিশ্চিত জানা যায়নি। দ্বিতীয় সিনেমার মাধ্যমে আবারো দর্শকদের মুগ্ধ করার অপেক্ষায় রয়েছেন মেধা। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নতুন সিনেমার জন্য।

Sharing is caring!