প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ
সিলেটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

Manual1 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল -অটোরিকশা সংঘর্ষে নাজিম উদ্দীন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী লায়েক কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।
নিহত নাজিম উদ্দীন(২৫) উপজেলার মানাউরা গ্রামের মৃত ফাত্তাহ মিয়ার ছেলে। গরুতর আহত চিকিৎসাধীন লায়েক (২৩) একই গ্রামের জায়েদ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

রবিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের গোয়াইনঘাট টু বঙ্গবীর সড়কে সতী গ্রামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গোয়াইনঘাট-বঙ্গবীর সড়কের লেংগুড়া ইউনিয়নে সতী এলাকার অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয়রা এ ঘটনায় নাজিম উদ্দীন ও লায়েক কে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

এ ঘটনায় গুরুতর আহত লায়েককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই তরিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Manual5 Ad Code

জানা গেছে, নিহত নাজিম উদ্দীন ও লায়েক পেশায় দুজনেই সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তারা সকালে দুজন একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে গোয়াইনঘাটে যাচ্ছিলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দীন নামে এক যুবক নিহত হয়েছে। ওপর একজন চিকিৎসাধীন। ঘটনার মূল রহস্য উদঘাটনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code