প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে ইয়াবা সহ পুলিশের জালে ১

editor
প্রকাশিত জুন ৩, ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে ইয়াবা সহ পুলিশের জালে ১

Manual5 Ad Code

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম মোঃ সামসুল ইসলাম (৪২)। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের শরিফুত গ্রামের মৃত জাফর আলির পুত্র।

তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২রা জুন) রাত সাড়ে ১১:টায় হাইওয়ে পুলিশের টহলটিম তামাবিল হাইওয়ে থানার সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলো।

এ সময় দায়িত্বপালন কালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সারীঘাট দক্ষিণ বাজার এলাকায় মহাসড়কের উপর দাড়িয়ে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বহন করছে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উক্ত ব্যক্তিকে আটক করে।

Manual8 Ad Code

পরে তার দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গির গোজের ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের পলিথিন থেকে গোলাপি রংয়ের ১৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন উক্ত ঘটনায় আটক হওয়া ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code