প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুড়ীতে মাদকসহ যুবলীগ নেতা আটক

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
জুড়ীতে মাদকসহ যুবলীগ নেতা আটক

Manual3 Ad Code

জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী থেকে ১০পিছ ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগ নেতা নূরুল ইসলাম (৪২) কে আটক করে বিজিবি।

Manual5 Ad Code

সে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত কনর মিয়ার পুত্র। নূরুল সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য।

সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টায় ডাকটিলা বিওপি’র বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, পিপিএম।

Manual3 Ad Code

জানা যায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২৮/এমপি এর নিকট দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে ডাকটিলা বিওপি হতে একটি বিশেষ টহলদল দ্রুত পূর্ব বটুলী গিয়ে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সন্দেহভাজনদের অনুসরণ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই জন মাদক পাচারকারী দৌড়ে অন্ধকার জঙ্গলে পালিয়ে গেলেও বিজিবি নূরুল ইসলামকে মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়। তার দেহ তল্লাশী করে পকেট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৫,০৫০/- টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code