প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাণ গেলো শিশুর

editor
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাণ গেলো শিশুর

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট উপজেলার জুলাই ব্রিজ এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে দুর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত ও একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইবা আক্তার (৩) জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের সিএনজি চালক আবুল কালামের মেয়ে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ইবার বাবা সিএনজি অটোরিকশাচালক আবুল কালাম (৩৫), তার স্ত্রী শিফা আক্তার (২৬), তাদের ৪ মাসের ছেলে আহনাফ, আবুল কালামের মা খাজুর বিবি (৮০), বোন সফাতুন নেছা (৪৫) ও ভাগ্নি তান্নি আক্তার (১৩)।

Manual3 Ad Code

তাদের মধ্যে খাজুর বিবি ও সফাতুন নেছার অবস্থা আশংকাজনক। তাদের সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Manual2 Ad Code

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আবুল কালাম তার নিজ বাড়ি থেকে অটোরিকশাযোগে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরের দিকে আসছিলেন। তাদের গাড়িটি সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট বাংলাবাজারের পূর্বে জুলাই ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে দ্রুতগতিতে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টর গাড়ির পিছনে সজোরে ধাক্কা খায়। এতে অটোকিশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু ইবা আক্তার মৃত্যুবরণ করে।

Manual4 Ad Code

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

Manual8 Ad Code

নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code