প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ১৭ মে

editor
প্রকাশিত মে ১৪, ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ
কুলাউড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ১৭ মে

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Manual3 Ad Code

এ উপলক্ষে বুধবার (১৪ মে) দুপুরে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

কমিটির সাধারণ সম্পাদক মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় সভায় সিদ্ধান্ত হয়, আগামী শনিবার (১৭ মে) বেলা ১১টায় কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে।

Manual5 Ad Code

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক আখন্দ জান্নাতুল মাওয়া, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, সাংবাদিক মাহফুজুর রহমান প্রমুখ।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code