প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ
কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণু পাশী (৪৫) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃত বিষ্ণু ওই ইউনিয়নের গাজীপুরের নতুন টিলা এলাকার মৃত আপানা পাশীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই মোহাম্মদ আলী ও সেনাবাহিনীর একটি টিম বুধবার রাত ১০টার দিকে নতুন টিলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণুকে গ্রেপ্তার করেন।

ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বিষ্ণু পাশীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!