প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় ইয়ুথ অ্যাডভোকেসি সেমিনার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
কুলাউড়ায় ইয়ুথ অ্যাডভোকেসি সেমিনার

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক-যুবতিদের নিয়ে ইয়ুথ অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং প্রগতি ৪০৬ যুব ক্লাবের পরিচালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

যুব ক্লাবের সভাপতি আলমিনা খংটাংকুটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলিভ সুছিয়াংয়ের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইয়ুথ অ্যাডভোকেসি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে যুবক-যুবতিরা তাদের অধিকার, চাহিদা এবং স্বার্থের পক্ষে সক্রিয়ভাবে কথা বলে উদ্যোগ নেয় এবং সামাজিক পরিবর্তনের জন্য কাজ করে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আইনে শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাবে বাল্যবিবাহের ঘটনা ঘটছে। বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে যুব ক্লাবের সম্পৃক্ততার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ, হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি: মৃত্যুঞ্জয় তালুকদার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মি: পিউস প:স্না, সমাজকর্মী ঊর্মিমালা রিছিল, মিখায়েল নংরুম, প্রকল্পের শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, হান্না মুন্ডা, রাহেল মুন্ডা, মুক্তি চিসিম, অভিষেক লংড:কিরি ইউরেকা লাংছিয়াং প্রমুখ।

Sharing is caring!