প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৬ হিজরি

কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক মিলাদ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক মিলাদ

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে অতিথি ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফ হোসাইন প্রমুখ।

মিলাদ পাঠ করেন মাওলানা সদরুল আলম ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আহসান উদ্দিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থীরাসহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!