প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে কৃষক দলের কর্মী সম্মেলনে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৬

editor
প্রকাশিত মে ৪, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
জকিগঞ্জে কৃষক দলের কর্মী সম্মেলনে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৬

Manual8 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন এর বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। এর পর ধাপে ধাপে চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

শনিবার বিকাল ৪টায় ইখওয়ান কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ উপজেলা ও পৌর কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রায় হাজারখানিক কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। স্বাগত বক্তব্য প্রদান করেন মুন্না আহমদ এবং আব্দুস সালাম, লেইছ আহমদ তারপরপরই দেওয়া হয় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন আহমেদের বক্তব্য। সেই বক্তব্যকে কেন্দ্র করে কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন এবং উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়।

Manual8 Ad Code

সিলেট জেলা কৃষক দলের আহবায়ক অনুষ্ঠানের সভাপতি ইকবাল আহমদ বলেন, দুই একজনের মতো আহত রয়েছেন, এবং এখানে পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলার চেষ্টা করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‌‌সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পূর্ণ করেছেন”।

Manual8 Ad Code

এ বিষয়ে জানতে একাধিকবার জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায় নি।

Manual5 Ad Code

জকিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার খালেদ আহমদ জানান, উক্ত সংঘর্ষে ২৬ জন এর মতো আহত রয়েছেন তার মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code