জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় জকিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে (২০২৪-২৫) অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধি জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২৩৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি MOP ও ১০ কেজি DAP সার এবং ৫ কেজি বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুমন কান্তি শর্মা, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিক মোহাম্মদ কয়েছ আহমদ, জেড টিভি নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, কৃষক আবুল কালাম, সাদিক আহমদ ও সুকান্ত পাল বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কৃষি সম্প্রসারণের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার ও বীজ বিতরণ সরকারের কৃষি উন্নয়নের একটি সুন্দর পদক্ষেপ। আমরা আশা করি এ পদক্ষেপ এর মাধ্যমে দেশে কৃষি সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন বলেন, কৃষকদের উন্নয়নের স্বার্থে আমরা সব সময় তাদের পাশে রয়েছি। সময় মত সার ও বীজ বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছি। কৃষক এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।
Sharing is caring!