প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

editor
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
জকিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Manual4 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় জকিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে (২০২৪-২৫) অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধি জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

Manual4 Ad Code

জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২৩৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি MOP ও ১০ কেজি DAP সার এবং ৫ কেজি বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

Manual3 Ad Code

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুমন কান্তি শর্মা, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিক মোহাম্মদ কয়েছ আহমদ, জেড টিভি নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, কৃষক আবুল কালাম, সাদিক আহমদ ও সুকান্ত পাল বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কৃষি সম্প্রসারণের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার ও বীজ বিতরণ সরকারের কৃষি উন্নয়নের একটি সুন্দর পদক্ষেপ। আমরা আশা করি এ পদক্ষেপ এর মাধ্যমে দেশে কৃষি সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন বলেন, কৃষকদের উন্নয়নের স্বার্থে আমরা সব সময় তাদের পাশে রয়েছি। সময় মত সার ও বীজ বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছি। কৃষক এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code