প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রঙ্গমালা হয়ে আসছেন তুষি

editor
প্রকাশিত মে ১১, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
রঙ্গমালা হয়ে আসছেন তুষি

Manual1 Ad Code

 

 

বিনোদন প্রতিবেদক:

‘হাওয়া’ সিনেমার মাধ্যমে তুমুল আলোচনায় আসেন অভিনেত্রী নাজিফা তুষি। তবে সেই সিনেমাটি মুক্তির তিন বছর পার হয়েছে। মাঝের এই সময়টায় বড়পর্দায় আর দেখা যায়নি তাকে। তবে চুপিসারে তিনি শেষ করেছেন দুটি নতুন সিনেমার কাজ, যা এখন মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে নতুন একটি আনন্দের খবর এলো তুষির ভক্তদের জন্য-তিনি ফিরছেন ‘রঙ্গমালা’ রূপে।

নাজিফা তুষি এবার অভিনয় করেছেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সখী রঙ্গমালা’তে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র রঙ্গমালার ভূমিকায় দেখা যাবে তাকে।

 

Manual1 Ad Code

প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস ‘সখী রঙ্গমালা’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। কাহিনির পটভূমি অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের। ২০০ বছরের পুরোনো ইতিহাস ও আধ্যাত্মিক আবহে নির্মিত এ গল্পের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী।

 

Manual4 Ad Code

২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় রঙ্গমালা চরিত্রে তুষির সঙ্গে রয়েছেন স্বর্ণালী চৈতি (ফুলেশ্বরী চরিত্রে), প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন ও শিল্পী সরকার অপু প্রমুখ।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

পরিচালকের ভাষ্যমতে, অনুদানের প্রথম কিস্তি পেয়ে সিনেমার প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ করা হয়েছে, বাকি অংশের কাজও শিগগির সম্পন্ন হবে। চলতি বছরের শেষদিকে সিনেমাটি মুক্তি পেতে পারে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code