প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খোলামেলা রূপে মিমি, হতাশ ভক্তরা

editor
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ণ
খোলামেলা রূপে মিমি, হতাশ ভক্তরা

Manual3 Ad Code

 

বিনোদন ডেস্ক:

ওপার বাংলার তারকাদের মাঝে অন্যতম সংযত, সুন্দরীদের একজন মিমি চক্রবর্তী। এক দশক আগে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন কাড়েন তিনি। এরপর একের পর এক অসংখ্য সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। শুধু তাই নয়, সিনেমায় তার চরিত্র-সাজ আশাকের প্রশংসাও রয়েছে বেশ।

 

Manual1 Ad Code

কিন্তু এমন সাবলীল এই অভিনেত্রীকে হঠাৎই দেখা মিলল খোলামেলা অবতারে; যা দেখে রীতিমতো হতাশ তার অনুরাগীরা।

মূলত, আসছে পুজায় মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তীর নতুন টলিউড সিনেমা ‘রক্তবীজ ২’। আর সেই ছবির শুটিংয়ের সময় তার বিকিনি পরিহিত কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল।

 

 

Manual8 Ad Code

সেই ছবিতে দেখা যায়, নীল বিকিনি, খোলা ভেজা চুল, হাতে সোনালি ব্যান্ড—কখনও নীল জলে হাঁটু ডুবিয়ে বসে থাকা, কখনও স্কার্ফ হাতে সৈকতের ধারে হেঁটে যাওয়া—এইসব লুকে একেবারে অন্যরকম মিমিকে দেখে চমকে গেছেন নেটিজেনরা।

তবে প্রশংসার পাশাপাশি উঠেছে প্রশ্নও, ‘এ কি সেই মিমি, যিনি এক সময় বোঝে না সে বোঝেনা-র মতো ছবি দিয়ে দুই বাংলার মন জয় করেছিলেন!’ এক নেটিজেন লিখেছেন, ‘মিমিকে আগে খুব শ্রদ্ধা করতাম, এখন কী যেন হয়ে গেল!’ আবার কেউ কেউ তুলনা করছেন বলিউডের কিয়ারা আদভানি বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে; তবে নেতিবাচক অর্থে। তবে এই মুহূর্তে প্রশংসা ও সমালোচনার স্রোত, দুই দিকেই বইছে মিমির নতুন রূপকে ঘিরে।

Manual3 Ad Code

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড় পর্দায় পা রাখা মিমি চক্রবর্তী এরপর ‘বোঝে না সে বোঝেনা’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। অভিনয়ে তেরো বছর কাটিয়ে এবার ‘রক্তবীজ ২’–এর মাধ্যমে আবারও বড়পর্দায় চমক দিতে চলেছেন তিনি।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code