প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জৈন্তাপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জৈন্তাপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৯১ ফিল্ড এর পরিচালনায় এক দিনের বিশেষ চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার এম আহমদ পাবলিক হাই স্কুলে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৫ শতর বেশি সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

Manual8 Ad Code

‘জুলাই পুনর্জাগরণ প্রোগ্রাম-২০২৫ এর অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয় জিওসি, ১৭ পদাতিক ডিভিশন মেজর জেনারেল রিদওয়ানুর রহমানের দিকনির্দেশনায়।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। এই কার্যক্রম পরিদর্শন করেছে কর্নেল সাইদা নাজরীনা ( এ ডি এম এস ১৭ প্রদাতিক ডিভিশন)। উক্ত ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন সিও ৯১ ফিল্ড অ্যাম্বুলেন্স লে: কর্নেল রুবাইয়াত ইসমত অভিক।

Manual2 Ad Code

চিকিৎসা নিয়েছেন বৃদ্ধ ও শিশু, নারীসহ সব বয়সের মানুষ, সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্যপরামর্শ পেয়ে সন্তুষ্ট রোগীরা। সেবা নিতে আসা রোগী আসিয়া বেগম বলেন, অনেক দিন যাবৎ চিকিৎসা করাতে পারছিলাম না। আজ সেনাবাহিনীর এই ক্যাম্প থেকে ভালো চিকিৎসা ও ওষুধ পেলাম।

দিনব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।

Manual8 Ad Code

সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা প্রাপ্তি সহজ হবে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code