প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

editor
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

Manual7 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখা গঠন করা হয়েছে। দ্বি-বার্ষিক সম্মেলনের পর এই কমিটি গঠন করা হয়। এতে অনিল কান্ত পালকে সভাপতি ও রবীন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

এসময় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন। পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতির অনিল কান্ত পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি দাসের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র কার্যনির্বাহী সদস্য প্রফেসর হ্নষিকেশ ধর, সিলেট মহানগর শাখার কোষাধ্যক্ষ জি ডি রুমু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কান্তি দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিপ্টন রঞ্জন রায় তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রমোদ রঞ্জন দাস। বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্ত্তী, ভাদেশ্বর ইউনিয়নের সভাপতি রাবিন্দ্র বিশ্বাস, সন্তষ চন্দ্র দাস, ফুলবাড়ী ইউনিয়নের সভাপতি রদীপ চন্দ্র চন্দ, বাঘা ইউনিয়নের সভাপতি যিষু রঞ্জন পাল, লক্ষণাবন্দ ইউনিয়নের সাধারণ সম্পাদক রসেন্দ্র রঞ্জুন দাস ও উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অধির রাম বিশ্বাস।

Manual5 Ad Code

সম্মেলন শেষে কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের ভোটে অনিল কান্ত পালকে দ্বিতীয় মেয়াদে পুনরায় সভাপতি, রবীন্দ্র রায়কে সাধারণ সম্পাদক, প্রমোদ রঞ্জন দাশ ও রজত কান্তি দাশকে সহ সভাপতি নির্বাচিত করে ৪সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫দিনের মধ্যে উপজেলা কমিটি পূর্ণাঙ্গভাবে গঠনের জন্য নবনির্বাচিত কমিটিকে নির্দেশ দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার নেতৃবৃন্দ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code