প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

editor
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ণ
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual3 Ad Code

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা :
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ৮৬৪ ও ৮৬৫ নং মেইন পিলারের ৪ নং সাব পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত সবুজ ইসলাম পাটগ্রামের জগতবাড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ ইসলামসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ১৬৯ ব্যাটালিয়নের বিএসএফের চেকপোস্টের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

Manual2 Ad Code

ঘটনার পর বাংলাদেশি বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদর কামাল উদ্দিন জানান, পতাকা বৈঠকে লাশ ফেরত চান এবং কড়া প্রতিবাদ জানান, বিএসএফ তাদের আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ ফেরত দিবে বলে জানান। লাশ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code