প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

নির্বাচনী প্রচারণায় ঘটনাবহুল ২০২৫ পার করলেন বিয়ানীবাজারবাসী

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ০২:২৫ অপরাহ্ণ
নির্বাচনী প্রচারণায় ঘটনাবহুল ২০২৫ পার করলেন বিয়ানীবাজারবাসী

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

মিলাদ জয়নুল:

২০২৫ সাল বিদায় নিতে আর মাত্র কয়েকদিন বাকী, শুরু হবে নতুন বছর। এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিয়ানীবাজারবাসী বিগত বছরকে খানিকটা স্মরণ করছে, আর শুরু হতে যাওয়া নতুন ২০২৬-কে বরণ করে নিতে যাচ্ছে। পুরাতন বছরের বিদায় আর নতুনের আগমনী নিয়ে উপজেলাজুড়ে রীতিমত উৎসবের আমেজ চলছে। সাফল্য আর ভালোকে সঙ্গে নিয়ে নতুন বছরকে আলিঙ্গন করতে চায়। পুরাতন ও নতুন বর্ষের বিদায় আর আগমনীর মধ্যে মানুষের সামনে এগিয়ে যাওয়ারই প্রত্যয় মুখ্য হয়ে ওঠে।

বিদায় নিতে যাওয়া ২০২৫ সাল নানাকারনে স্থানীয়ভাবে বেশ আলোচিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা, ফ্যাসিবাদবিহীন গ্রামীণ জনপদ, কয়েকটি আত্মহত্যা, হত্যা, অস্ত্র উদ্ধার, মোটর সাইকেল দূর্ঘটনা, যুক্তরাষ্ট্র থেকে শূণ্য হাতে ফেরাসহ নানা ঘটনা মানুষের মুখেমুখে। তবে সবচেয়ে বেশী আলোচনায় আছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি-প্রচারণার বিষয়টি। ২০২৫ সালের পুরোটা সময় জুড়ে ছিল আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সভা-সমাবেশ, শো-ডাউন আর প্রতিশ্রুতির গল্প। রাজনৈতিক নেতাকর্মীরা ছিলেন উজ্জীবিত।

বিদায়ী বছরের শেষলগ্নে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে মো: ওমর ফারুক যোগদানের পর ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্তত: অর্ধডজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসে ধরপাকড়ের এই বিষয়টি রাজনৈতিক আলোচনার মুখ্য বিষয়। গত কয়েকদিনে পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল বাছেত, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম সাকেল, আওয়ামীলীগের সদস্য আছার উদ্দিনসহ অন্যান্যদের গ্রেফতার করা হয়।

সম্প্রতি উপজেলার কুড়ারবাজার এলাকার খশির নামনগরের ইমন আহমদ (২০)-কে আইফোন ছিনতাইয়ের জন্য নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় জড়িত প্রধান আসামী আশরাফুল আমীনকে পুলিশ তাৎক্ষণিক গ্রেফতার করে। গত ১১ ডিসেম্বর সৃষ্ট ভুকম্পনের উৎপত্তিস্থল ছিল বিয়ানীবাজার। যা জাতীয়ভাবে ব্যাপক আলোচিত হয়। স্বপ্নের দেশ আমেরিকা থেকে শূণ্য হাতে ফেরত আসা অন্তত: হাফ ডজন প্রবাসীর কথা ভেবেও দু:শ্চিন্তাগ্রস্ত হয়েছেন বিয়ানীবাজারবাসী। গত ২ ডিসেম্বর বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজাসহ ফতেহপুরের আব্দুর রহমান মনুকে গ্রেফতার করে পুলিশ। মুড়িয়া ইউনিয়নের সারোপারে ৩ বছরের এক শিশু জিয়াছমিন আক্তার সড়ক দূর্ঘটনায় নিহত হয়।

আইনশৃংখলা বাহিনীর বিরামহীন অভিযানে আধুনিক এয়ারগান, শটগানসহ অন্তত: ৬টি অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া বছরজুড়েই ছিল আত্মহত্যার নানা ঘটনা। ফয়ছল আহমদ নামের ৩ সন্তানের এক জনক আত্মহত্যা করেন। তিনি মুড়িয়া ইউনিয়নের নওয়াগাও গ্রামের রমুজ আলীর পুত্র। খশির এলাকায় ১৭ বছরের তামান্না বেগম নামে এক গৃহপরিচারিকা মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৩০ অক্টোবর পৌরশহরের একটি পলিথিনের কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মো: আবু তাহের (৬০) নামের ওই ব্যক্তির বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। বিয়ানীবাজার সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুর রহীম সবুজ বলেন, আর্থ-সামাজিক বা পারিবারিক যে কারণই থাকুক, সেটি থেকে সৃষ্ট মানসিক রোগের কারণেই মানুষ আত্মহত্যা করেন। এই বিষয়গুলো ঠেকাতে সামাজিক ও পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতি জোর দেন এই শিক্ষক।

 

জলঢুপের চাঞ্চল্যকর শিক্ষক বিনয়ান্দ্র ভূষণ চক্রবর্তী হত্যা মামলার তিন আসামীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। প্রায় ৭ বছর পর আদালত রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন শিক্ষক বিনয়ন্দ্র ভূষণ চক্রবর্তী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারি কানাডা প্রবাসী ওয়াসিম রাজা, তার সহযোগী দুলাল আহমদ বাবর ও জয় লাল নাথ। লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকায় ২০১৮ সালের ৩০ নভেম্বর রাত ৮টার দিকে আসামীরা শিক্ষক বিনয়ান্দ্র ভূষণ চক্রবর্তীকে ঘর থেকে ডেকে বের করে হত্যার উদ্দেশ্যে অগ্নিদগ্ধ করে। আহত অবস্থায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেট ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঘটনার ছয়দিন পর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর তিনি মারা যান।
শিক্ষক বিনয়ন্দ্র ভূষণ চক্রবর্তীর মেয়ে ডাক্তার শর্মিলা চক্রবর্তী বলেন, আমাদের চাওয়া রাষ্ট্র দ্রুত এ রায় কার্যকর করবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামী দেশের বাইরে অবস্থান করছে তাকেও দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করতে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি।

গত ৩০ অক্টোবর মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ এবং চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

এদিকে পৌরশহরের খাসায় একটি পরিত্যক্ত স্থান থেকে সুনীল আচার্য (৫০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি এখনো ক্লুলেস রয়ে গেছে। স্থানীয় থানা পুলিশ এবং ডিবি পৃথকভাবে বিষয়টির তদন্ত করছে। ঘটনাস্থল এবং এর আশপাশ এলাকায় দফায়-দফায় পরিদর্শন করছেন তদন্ত সংশ্লিষ্টরা। সুনীলের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী উল্রেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গত ২রা অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন ইলেকট্রিক মিস্ত্রী সুনীল আচার্য। তিনি খাসা গ্রামের মৃত সুখময় আচার্যের ছেলে।

 

Manual8 Ad Code

গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার থানার লাউতা ইউনিয়নে কালিবাড়িবাজারের বাবু টেইলার্সের ভেতরে ১২ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে তার পিতা ১৯ সেপ্টেম্বর নারী নির্যাতন দমন আইনে বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয় লাউতা ইউনিয়নের বাসিন্দা এবং কালিবাড়িবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেইলার্সের দোকান পরিচালক নবদ্বীপ বৈদ্য (৫৫)। এরপর ভিকটিমের জবানবন্দী আদালতে রেকর্ড করা হয়েছে। সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে তলিয়ে যায় মাজেদ আহমদ নামের পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্র। সে পৌরশহরের পন্ডিতপাড়া এলাকার ইমাম উদ্দিনের ছেলে।

 

বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কের দু’পাশ থেকে হকার আর ভারমান ব্যবসায়ীদের উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখলমুক্ত করে প্রশাসন। সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগীতায় সাবেক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না অভিযানে নেতৃত্ব দেন।

Manual1 Ad Code

গত ৬ জুলাই পৌরশহরের বাসুদেব মন্দিরে উল্টো রথযাত্রা শুরুর পর পিষ্ট হয়ে চিরঞ্জীব আচার্য কানু (৫৫) নামে একজন নিহত হন। তিনি বড়লেখা উপজেলার পূর্ব শাহাবাজপুর এলাকার চিত্তরঞ্জন আচার্যের ছেলে।

গত ১৭ জুন মোটর সাইকেল চুর সিন্ডিকেটের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ৩১ মে পৌরশহরের দক্ষিণ বাজারে মোটরসাইকেল ও সিমেন্টবাহি কাভার্ড ভ্যানের মাঝে পড়ে কলেজ ছাত্রী সুহেনা আক্তার (২২) নিহত হন। এদিন টিলা ধ্বসে নিদনপুর এলাকায় একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আরও কয়েকটি বাড়ি ঝুঁকির মুখে পড়ে।

Manual4 Ad Code

গত ২৫ মে থেকে টানা কয়েকদিন সীমান্ত দিয়ে অন্তত: অর্ধশত লোককে পুশব্যাক করে ভারত।

গত ৪ মে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা যান । তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে।

২৭ এপ্রিল একরাম আলী (৫৮) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হন। উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ১২ এপ্রিল শ্রীধরা গ্রামের আবির আহমদ (২৪) এক তরুণ মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হন। তিনি রফিক উদ্দিনের ছেলে।

১৮ মার্চ সুপাতলা গ্রামে ২ বছরের এক শিশু কণ্যা প্রতিবেশী কর্তৃক ধর্ষণের শিকার হয়। রাজু আহমদ নামের ওই ধর্ষক এখন কারাগারে। ফেব্রুয়ারী মাস জুড়ে তরুণ-কিশোরদের নিখোঁজের সংবাদে ফেসবুকের নিউজফিড সয়লাভ ছিল। বিয়ানীবাজার উপজেলা সুজন’র সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন জানান, অনেকে অপহরণ হয়েছে মর্মে বলাবলি করলেও প্রকৃত ঘটনা এমন নয়। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে নিখোঁজের নামে কোন তরুণ নিজ থেকে আত্মগোপন করতে পারে। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছমেদ আলী জানান, আইনশৃংখলা বাহিনীর তদন্তে নিখোঁজ রহস্যের অনেক কারণ পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট পরিবারকে হেয় না করতে আমরা বিষয়টি মানবিকভাবে দেখি।

১৮ জানুয়ারী তায়ৈবা বেগম চৌধুরী (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করে। আত্মহননকারী স্কুলছাত্রী উপজেলার দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়া গ্রামের রুহুল আমীন চৌধুরীর মেয়ে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, ২০২৫ সাল যেমন যাক, আগামী বছর ভালো যাবে বলে আশা করি। এলাকার সবাইকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন করতে চাই। তিনি বলেন, মানুষ নতুন বছরকে বরণ করে নেবে বুকভরা আশা আর চোখভরা স্বপ্ন নিয়ে। রাতের আঁধার পেরিয়ে ভোরের পুবাকাশে রক্তিম আভা ছড়িয়ে মুখ দেখাবে নতুন সূর্য।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code