প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কাল শুরু বিপিএলের সিলেট পর্ব : টিকেটের দাম কত, পাবেন কিভাবে?

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ণ
কাল শুরু বিপিএলের সিলেট পর্ব : টিকেটের দাম কত, পাবেন কিভাবে?

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সিলেট পর্ব। ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হয়ে বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

Manual5 Ad Code

সিলেট পর্বে ১২টি মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর হবে চট্টগ্রামে আরও ১২ ম্যাচ। পরে বিপিএল আবার ঢাকায় ফিরবে।

বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেইজে শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয় সিলেট পর্বের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট পাওয়া যাবে। তবে রোববার (৫ জানুয়ারি) বুথ থেকে পাওয়া যাচ্ছে সিলেট পর্বের টিকিট।

Manual3 Ad Code

বিপিএলের সিলেট পর্ব শুরু হবে ৬-১৩ জানুয়ারি। এই সময় ১২টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য টিকিট পাওয়া যাবে সিলেট শহরের তিনটি বুথ থেকে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় রোববার সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট।

Manual6 Ad Code

সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

Manual8 Ad Code

গ্যালারি ও টিকিট মূল্য:
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১৫০ টাকা
পশ্চিম গ্যালারি ১৫০ টাকা
গ্রিন হিল অ্যারিয়া ১৫০ টাকা
পূর্ব গ্যালারি ২৫০ টাকা
ক্লাব হাউজ ৫০০ টাকা
জিরো ওয়েস্ট জোন ৬০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা

অনলাইনে টিকেট পাবেন https://www.gobcbticket.com.bd থেকে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে অনলাইনে টিকেট কাটলে টিকেটের প্রিন্টেড কপি সাথে নিতে হবে না। আপনার ফোনে থাকা টিকেট দেখালেই গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। তবে বুথ থেকে টিকেট কিনলে তা সাথে নেয়া লাগবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code