প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের পাশে চান বড়লেখা থানার নতুন ওসি

editor
প্রকাশিত জুন ২১, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের পাশে চান বড়লেখা থানার নতুন ওসি

Manual6 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (২০ জুন) রাত নয়টায় ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত ওসি মাহবুবুর রহমান মোল্লা বড়লেখার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।

Manual3 Ad Code

এসময় সাংবাদিকরা পুলিশের প্রতি পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় সহযোগিতা করবে। অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বাড়বে। এসময় সাংবাদিকরা অপরাধ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual8 Ad Code

বড়লেখা থানার এসআই রতন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক লিটন শরীফ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালী, মস্তফা উদ্দিন, তাহমিদ ইশাদ রিপন, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ, সিরাজুল ইসলাম রিপন ও রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code