প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

editor
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ণ
বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

Manual7 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৯ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার রাতে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় এসআই দুলাল সরকার, এসআই সন্তোষ কুমার বিশ্বাস, এসআই সুলতান আহমদের নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড়লেখা থানার জিআর-১৮৬/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গজবাগ এলাকার মকদ্দছ আলীর ছেলে শামীম আহমদ, সিআর-৫৩/২৪ মামলার আসামি বিওসি কেছরিগুল এলাকার আপ্তাব আলীর ছেলে আজিজুর রহমান এবং সিআর-২৩৯/২৪ মামলার আসামি বিওসি কেছরিগুল এলাকার বাবুল হোসেনের মেয়ে জনি বেগমকে গ্রেপ্তার করেছে। এছাড়া, বড়লেখা থানায় জিডির ভিত্তিতে মো. আজকর আলী ও মো. নাজমুল হাসানের হারানো দুটি মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করে করে যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code