প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাহবাজপুর সমাজ কল্যাণ পরিষদের কমিটি পুনর্গঠন

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ণ
শাহবাজপুর সমাজ কল্যাণ পরিষদের কমিটি পুনর্গঠন

Manual7 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শাহবাজপুর সমাজ কল্যাণ পরিষদের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভার আয়োজন করা হয়।

এতে কাজী হুমায়ুন রশিদ চৌধুরীকে সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ও শাহবাজপুর বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এসময় ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

Manual8 Ad Code

পুনর্গঠিত এই কমিটির পদপ্রাপ্ত অন্যরা হলেন, সহসভাপতি আব্দুল মালিক, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি সাহেদ আহমদ, সহ-সেক্রেটারী ইমদাদুর রহমান, সহ-সেক্রেটারী আহমদ হোসাইন মোল্লা, অর্থ সম্পাদক রাসেল আহমদ, সহ-অর্থ সম্পাদক আব্দুস সুবহান মামুন, সাংগঠনিক সম্পাদ গোলাম কিবরিয়া চৌধুরী, সহ-সাংগঠনিক আহমদ শরীফ জাহাঙ্গির, প্রচার সম্পাদ ছাইদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান, অফিস সম্পাদক নাজমুল কায়সার।

সংশ্লিষ্টরা জানান, শাহবাজপুর সমাজ কল্যাণ পরিষদ ২০১১ সালে যাত্রা শুরু করে। এরপর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রেখেছে। এরমধ্যে শীতবস্ত্র বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রতিবছর সংগঠনের মাধ্যমে তাফসির মাহফিলের আয়োজন ছিল উল্লেখযোগ্য। তবে গত কয়েক বছর বিভিন্ন কারণে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

Manual4 Ad Code

বর্তমানে নতুন উদ্যোমে সংগঠনটির কার্যক্রম শুরু হওয়ায় সচেতন মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। আগামিতে এই সংগঠনটি শাহবাজপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবে-এমনটাই প্রত্যাশা সবার।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code