প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

পুলিশের ৬ ডিআইজিকে বদলি

editor
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ণ
পুলিশের ৬ ডিআইজিকে বদলি

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, পুলিশ সদর দপ্তরের মো. জিল্লুর রহমানকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, পুলিশ সদর দপ্তরের ড. মো. নাজমুল করিম খানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, এসবির মীর আশরাফ আলীকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, রেলওয়ে পুলিশের মো. আবদুল মালেককে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট ও রাজশাহী সারদা পুলিশ একাডেমির মো. গোলাম রউফ খানকে বদলি করা হয়েছে রেলওয়ে পুলিশে।

Sharing is caring!