প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

জাতীয় পতাকা অবমাননা: চিন্ময় গ্রেফতার

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ০২:৩২ অপরাহ্ণ
জাতীয় পতাকা অবমাননা: চিন্ময় গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

 

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

 

জানা গেছে, গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা করা হয়। মামলার পরই দুইজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ।

Sharing is caring!