প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফ্যাসিবাদ নিয়ে যা বললেন মুশফিকুল ফজল আনসারী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ণ
ফ্যাসিবাদ নিয়ে যা বললেন মুশফিকুল ফজল আনসারী

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কি না- এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

ফেসবুক পোস্টে ফ্যাসিস্টের সাহস নিয়ে প্রশ্ন তুলেন। এ নিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে?

Manual6 Ad Code

জুলাই গণহত্যার ইঙ্গিত করে তিনি বলেন, যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হবার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে?

Manual6 Ad Code

সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসর রয়েছে দাবি করে মুশফিকুল ফজল আনসারী বলেন, শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়? এ মতামত একান্তই আমার ব্যক্তিগত।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code