প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সাফারি পার্কে স্ত্রী কুমিরকে নিয়ে দুই পুরুষ কুমিরের মারামারি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
সাফারি পার্কে স্ত্রী কুমিরকে নিয়ে দুই পুরুষ কুমিরের মারামারি

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুই পুরুষ কুমিরের মারামারিতে একটি আহত হয়েছে। আহত কুমিরকে চিকিৎসা শেষে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অন্য বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।

কুমির বেষ্টনীতে থাকা তিনটি কুমিরের মধ্যে এক স্ত্রী কুমিরকে নিয়ে পুরুষ দুই কুমির মারামারিতে জড়ায় বলে জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম।

 

তিনি জানান, গত দুদিন যাবৎ কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমির মারামারি করছে। কোনোভাবেই সেগুলোর মারামারি থামছিল না। রোববার পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আহত কুমিরকে কব্জায় এনে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।

 

রফিকুল ইসলাম আরও জানান, একই বেষ্টনীতে তিনটি কুমির ছিল। সবগুলোই সমবয়সি। তিনটির মধ্যে একটি স্ত্রী কুমির। স্ত্রী কুমিরকে নিয়ে দুই পুরুষ কুমির মারামারিতে জড়ায়। এসময় একটি পুরুষ কুমির আহত হলে কুমির বেষ্টনীর পানি সেচে উদ্ধার করা হয়। সেটিকে অন্য বেষ্টনীতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা এদের স্বভাবগত আচরণ। খাবারের জন্য এরা কখনো মারামারি করে না, অনেক সময় প্রাধান্য বিস্তার করতে গিয়ে মারামারি করে থাকে।

Sharing is caring!