প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

৩৯ দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
৩৯ দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

স্টাফ রিপোর্টার:
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে আগাম ভিসা না নিয়ে যাওয়া যায় এমন দেশের সংখ্যা কমেছে। বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৯টি দেশ ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক দিয়েছে এমন তথ্য। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বর্তমানে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম। যা ২০২৪ সালে ছিল ৯৭তম।

তবে বাংলাদেশি পাসপোর্টধারীরা ২০২৪ সালে যেখানে ৪২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যেত, সেখানে এ বছর তা কমে ৩৯টিতে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। শীর্ষে সিঙ্গাপুর, দেশটির নাগরিকেরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসেপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারবেন।

সংস্থাটির ওয়েবসাইটে আরও বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে।

বাংলাদেশিরা যেসব দেশে ভিসা ছাড়া যেতে পারবেন—

বাহামাস, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভির্জিন আইসল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইসল্যান্ড, কোমোরো আইসল্যান্ডস, কুক আইসল্যান্ডস, দিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রানাডা, গিনিয়া-বাসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপস, মাইক্রোনেশিয়া, মন্টসেরর‌্যাট, মোজাম্বিক, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সিশিলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট. ভিনসেন্ট এবং দ্য গ্রাননাডাইনস, দ্য জাম্বিয়া, তিমুর এন্ড লেসেছে, থাইল্যান্ড, টোবাগো, ‍ট্রুভালু এবং ভানিয়াতু।

Sharing is caring!