প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ণ
শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার:
রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণ কাজ এখনো চলমান রয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার কিছু বেশি সময়ের চেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৭ টি ইউনিট। নির্বাপণ কাজ এখনো চলমান রয়েছে।

এর আগে মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর শ্যামপুরের ১১নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৫টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জানিয়ে মো. আনোয়ারুল ইসলাম আরও বলেন, কারখানাটিতে প্লাস্টিক ও স্যান্ডেল রয়েছে। এটি মূলত পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা।

Sharing is caring!