প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে নৌকা ডুবিতে নিখোঁজ বারকী শ্রমিকের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ
জৈন্তাপুরে নৌকা ডুবিতে নিখোঁজ বারকী শ্রমিকের মরদেহ উদ্ধার

জৈন্তাপুর সংবাদদাতা:
জৈন্তাপুরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া জিল্লুর রহমান দিলুর মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গত ২৫ শে এপ্রিল রাত টায় শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় সীমান্তবর্তী ১২৮০ নং পিলারের নিকট সে নৌকা ডুবিতে নিঁখোজ হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮শে এপ্রিল) ভোর ৬ টায় উপজেলার শ্রীপুর পাথর কুয়ারী সংলগ্ন নদীতে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহত জিল্লুর রহমানের পিতা আব্দুস সালাম। তার গ্রামের বাড়ী জৈন্তাপুর উপজেলার রুপচ্যাং এলাকায় । পেশায় সে একজন বারকি শ্রমিক। ঘটনার রাতে তার আরেক সহযোগী রুবেলকে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় নৌকা নিয়ে পাথর আনতে যায় তারা। ঝড়ে নৌকা ডুবে গেলে তার সহকর্মী রুবেল সাঁতরে তীরে উঠলেও নিঁখোজ হয় দিলু।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

তিনি জানান পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। নিহতের বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ থানা কম্পাউন্ডে রাখা আছে।

Sharing is caring!