প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনে খালেদা জিয়া ভূমিকা নির্ভর করবে শারীরিক সক্ষমতার ওপর

editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ণ
নির্বাচনে খালেদা জিয়া ভূমিকা নির্ভর করবে শারীরিক সক্ষমতার ওপর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে ভূমিকা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলে প্রতিবারই তিনি অবদান রেখেছেন। কিন্তু এখন তিনি অসুস্থ। মিথ্যা মামলায় কারাবাস ও চিকিৎসাবঞ্চনার কারণেই এই অবস্থা।’

Manual6 Ad Code

তারেক রহমান বলেন, তিনি বিশ্বাস করেন- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হতে যাওয়া নির্বাচনে খালেদা জিয়া শারীরিকভাবে সক্ষম হলে কিছু না কিছু ভূমিকা রাখবেন। তবে তিনি স্পষ্ট করে জানান, খালেদা জিয়া প্রার্থী হিসেবে অংশ নেবেন কি না- তা এখনই বলা যাচ্ছে না।

Manual5 Ad Code

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি পরিবারের উত্তরাধিকার নয়, বরং নেতৃত্ব নির্ভর করে সংগঠন ও জনগণের সমর্থনের ওপর। তিনি বলেন, ‘আমি নিজে নির্যাতন, জেল-জুলুম, মিথ্যা মামলা- সবকিছুর মধ্য দিয়ে গিয়েছি। রাজনীতি কারও পরিবারকরণে হয় না, বরং সময়ই প্রমাণ করে কে নেতৃত্ব দিতে পারে।’

নিজের স্ত্রী বা কন্যার রাজনীতিতে আসা নিয়ে জল্পনার বিষয়ে তিনি বলেন, ‘সময় ও পরিস্থিতি সেটি বলে দেবে।’

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code