প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সাবিনাদের ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে

editor
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
সাবিনাদের ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে

স্পোর্টস রিপোর্টার:
নারী ফুটবলে বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে। আরব আমিরাত বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি হলেও মৌখিকভাবে জানিয়েছে, বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে জানাতে বলা হয়েছে। ম্যাচের সিডিউল এখনো চূড়ান্ত হয়নি।

মার্চের প্রথম সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির শেষ দিকে হতে পারে। ফিফার উইনডো দেখে নির্ধারণ করা হবে। ফেব্রুয়ারির শেষ দিকে ফিফা উইনডো পাওয়া যাবে একটি। যদি একটি পাওয়া যায়, তাহলে ফিফা প্রীতি ম্যাচও হবে একটি। অন্যটি ফিফার স্বীকৃতি পাবে না। বাফুফে জানিয়েছেন বাংলাদেশ দল আরব আমিরাতে গিয়ে খেলবে।

ছুটি কাটিয়ে নারী ফুটবল ক্যাম্পে যোগ দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। জুনিয়র শামসুন নাহারের বাবার হাত ভেঙেছে তাই সে এখনই যোগ দেবে না। ২৫ জানুয়ারি ক্যাম্পে আসবেন। আনাই মগিনি ক্যাম্পে ফিরবেন না সেটি নিয়ে ফেডারেশনকে কিছু বলেননি।

জানা গেছে ফুটবলার মনিকা চাকমাকে ফোন করে বাফুফেকে জানাতে বলেছেন, তিনি ক্যাম্পে ফিরবেন না। মনিকা জানিয়েছে সাফের ম্যানেজার অনন্যাকে। ৩১ ফুটবলার ছুটিতে গিয়েছিলেন। এর মধ্যে আনাই মগিনি ছিলেন তালিকার ১১ নম্বরে। ভালো অবস্থানে থাকার পরও আনাই অভিমান করেছেন তিনি খেলবেন না । তার বোন আনু মগিনির সূত্রে জানা গেছে খেলার সুযোগ না পাওয়া ক্যাম্পে ফিরবেন না আনাই। সাবিনাদের ইংলিশ কোচ পিটার বাটলার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরবেন।

Sharing is caring!