প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিআইডির তদন্ত শুরু

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিআইডির তদন্ত শুরু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

Manual3 Ad Code

সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে এ তদন্ত শুরু করেছেন তারা।

Manual7 Ad Code

সাইফুজ্জামান ও তার ‘স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থ পাচারের’ অভিযোগে খতিয়ে দেখতেই এ তদন্ত বলে জানিয়েছে সিআইডি।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ভূমিমন্ত্রী নিজে এবং তার স্ত্রী মিলে বিদেশি অন্তত ছয়টি কোম্পানি পরিচালনা করছেন যেগুলোর মূল্য ১৬ কোটি পাউন্ড বা দুই হাজার ৩১২ কোটি টাকা।

Manual2 Ad Code

সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে সাইফুজ্জামান চৌধুরীর নামে অন্তত ছয়টি কোম্পানি পাওয়া যায় যার সবগুলোই আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত।

অবশ্য এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যে, তিনি বেআইনি পন্থায় বিদেশে টাকা নেননি।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code