প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোটার হননি তারেক রহমান, তবে আবেদন সাপেক্ষে দিতে পারবেন ভোট: ইসি সচিব

editor
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
ভোটার হননি তারেক রহমান, তবে আবেদন সাপেক্ষে দিতে পারবেন ভোট: ইসি সচিব

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশের ভোটার নন। তবে তিনি চাইলে আবেদন করতে পারেন এবং কমিশন অনুমোদন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি প্রার্থীও হতে পারবেন।

Manual7 Ad Code

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।

Manual7 Ad Code

তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আমার জানা মতে তিনি এখনো ভোটার নন।’ এরপর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, এ অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, ‘পারবেন— যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’

Manual8 Ad Code

কমিশন কোন আইনের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেবে— এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আইনে এ বিষয়ে নির্দেশনা আছে।’ তবে কোন আইনে তা উল্লেখ আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখলে পাবেন, আমার মুখস্থ নেই।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code