প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

২০ রানের আক্ষেপ কোচ সালাউদ্দিনের

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ণ
২০ রানের আক্ষেপ কোচ সালাউদ্দিনের

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২৯৩ রানের শক্ত পুঁজি নিয়েও ম্যাচে জয় তুলতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ ঠিক কোথায় ভুল করেছে। কোথায় পিছিয়ে গেল বাংলাদেশ। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে ঝরে পড়েছে ২০ রানের আক্ষেপ।

Manual6 Ad Code

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সালাউদ্দিন বলেন, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য।’

২০ রান কম করলেও সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ ছিল বলে মনে করেন সালাউদ্দিন। তার মতে, ‘যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’

Manual6 Ad Code

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজে। গতকাল অনুশীলনের সময় কোচদের সঙ্গে দেখা গেছে তাকে। কোচ ও ক্রিকেটারদের সঙ্গে ঠিক কী কথা হলো বোর্ডপ্রধানের।

এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতোটুকুই। এর বেশি আসলে কথা হয়নি।’

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code