প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে ৩ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ণ
গোয়াইনঘাটে ৩ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন

Manual2 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিনদিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলার কৃষক ও অতিথিবৃন্দ।

Manual8 Ad Code

পরে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি।

Manual1 Ad Code

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, হেফাজতে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী ১৩টি স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code