প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিজিবির কম্বল বিতরণ

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিজিবির কম্বল বিতরণ

Manual4 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান- পিএসসি।

Manual5 Ad Code

সিলেট ব্যাটালিয়ান (৪৮ বিজিবি)-এর সহকারি পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট মোঃ শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল আলীম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মতিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ফখরুল ইসলাম মাসরূর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা,আব্দুল আউয়াল প্রমুখ।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধের বিষয়ে সকল বক্তাগণ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলে সহমত পোষন করেন।

এছাড়াও, সীমান্তবর্তী এলাকায় বসবাসরত গরীব, অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে ৩০০ টি কম্বল বিতরণ করা হয়।

অধিনায়ক ৪৮ বিজিবি হাফিজুর রহমান বলেন, যে দেশের স্বার্থে বিজিবি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। গত ৫৪ বছরের ইতিহাসে জুলাই-ডিসেম্বর ২০২৪, এই ০৬ মাসে ৪৮ বিজিবি কর্তৃক রেকর্ড সংখ্যক ১১৫ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে।

সকলকে প্রচলিত আইন মেনে চলার, সৎ জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজিবি, প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান।

Manual3 Ad Code

সকলে একত্রে সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী বলে তিনি আশাব্যাক্ত করেন।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code