
স্টাফ রিপোর্টার:
‘হয় হয়’ অবস্থা পেরিয়ে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল। বাংলাদেশ সীমান্ত থেকে অনেক দূরে লড়াই হলেও সতর্ক সিলেটের পুলিশ। যেকোনো অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলা করতে ইতিমধ্যে সিলেট বিভাগের সবগুলো জেলার পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দেয়া হয়েছে।
ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। এ অবস্থায় দুই দেশের সীমান্তবর্তী দেশগুলোর সীমান্তরক্ষীরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আছেন বাংলাদেশে সীমান্তরক্ষী বিজিবির সদস্যরাও। সেই সাথে ভারতীয় সীমান্তবর্তী প্রতিটি জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সিলেট বিভাগের প্রতিটি জেলার সাথেই আছে ভারতীয় সীমান্ত। এই উত্তপ্ত পরিস্থিতিতে এ অঞ্চল দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটার শঙ্কা রয়েছে। অবৈধভাবে প্রবেশ করে সন্ত্রাসী বা জঙ্গী তৎপরতার সাথে জড়িত যেকেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি আশঙ্কা উড়িয়ে দেয়ার নয়।
বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সীমান্তবর্তী প্রতিটি জেলার পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
সিলেটের সিলেটসহ মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপারদেরও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজ মো. মুশফেকুর রহমান।
তিনি বুধবার (৭ মে) সন্ধ্যায় এ প্রসঙ্গে বলেন, পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। কোনো অবস্থাতেই যাতে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক সবাই আছেন।
Sharing is caring!