প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে গাছের ডালে যুবকের ঝুলন্ত দেহ

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
সিলেটে গাছের ডালে যুবকের ঝুলন্ত দেহ

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। জানা গেছে, ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর ছাফ পিলারের কাছাকাছি, ভারতের অভ্যন্তরে (জাকারিয়া ২৩, পিতা আলাউদ্দিন, গ্রাম: লামাগ্রাম, উত্তর রণিখাই ইউনিয়ন) এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি একটি গাছের ডালে ফাঁসির দড়িতে ঝুলছিল। ঘটনাটি দেখতে পেয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এটি আত্মহত্যা, না অন্য কোনো রহস্যজনক কারণ—তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।
এদিকে, স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Sharing is caring!