
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। গত ২০ জুন গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ টহল দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে অভিযান চালিয়ে আই ক্যান্ডি ছোট ৩,১০,০০০ পিস, আই ক্যান্ডি বড় ১,২০০ পিস, কিটক্যাট ৩ ফিংগার ১,২৬০ পিস এবং ২ ফিংগার ২,১০০ পিস আটক করা হয়, যার সিজার মূল্য ধরা হয়েছে ৯৫,৬৫,২০০ টাকা। একই দিনে কানাইঘাট উপজেলার বাদশা বাজার এলাকায় আরও এক অভিযানে ৬০ কেজি চা-পাতা এবং ৬০ কেজি কফি আটক করা হয়, যার সিজার মূল্য ২,০৪,০০০ টাকা।
দুই অভিযানে জব্দকৃত মালামালের মোট মূল্য ৯৭,৬৯,২০০ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Sharing is caring!