প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সিলেট সীমান্তে আটক ভারতীয় নাগরিক

editor
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে আটক ভারতীয় নাগরিক

স্টাফ রিপোর্টার:
আমদানির নিষিদ্ধ মেডিসিন অ্যাডানক পাউডার সহ এক ভারতীয়কে আটক করেছে বিজিবি। রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে বাংলাদশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ।

আটকে ব্যক্তির নাম ডাব্বর লাং (২৬)। সে ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে।

বিজিবি জানায়, রোববার রাতে সংগ্রামপুঞ্জি নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেস্টাকালে স্থানীয়দের সহায়তায় ডাব্বর লাং কে আটক করে বিজিবি।
এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম অ্যাডানক পাউডার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মেডিসিন গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Sharing is caring!